প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2025 ইং
টালবাহানা করে গণতন্ত্র যাত্রা বিলম্বিত করা যাবেনা: আযম খান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, যখনই ঘোষণা এলো ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন। যারা নির্বাচনকে ভয় পায়, একাত্তুরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছিল, তারা বলতে শুরু করল- পিআর, সংস্কার ও ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচনে যাবো না। মূলত তারা দেশের গণতন্ত্র যাত্রাকে বিলম্বিত করতে চায়। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের সখীপুর তালতলা চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সখীপুর উপজেলা ও পৌর বিএনপি এ আলোচনা সভা, শোভাযাত্রার আয়োজন করে।
অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, যারা পিআর-এর কথা বলে, মূলত তারা পিআর কী জানেনা। পৃথিবীর যে সমস্ত দেশে পিআর পদ্ধতি আছে; একেক দেশে একেক পদ্ধতির পিআর। তারা কোন পদ্ধতির পিআর চায় তা ব্যাখ্যা দিতে পারেনা।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের বাস্তবতায় অন্তত আরও পাঁচটি নির্বাচন এভাবে হলে, নির্বাচন পদ্ধতি শক্তিশালী হলে তখন পিআর-এর কথা চিন্তা করব, এখন বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতি চলেনা। অন্যদিকে তারা বলছে- ফ্যাসিবাদের বিচার চাই। আরে বিচারতো চলছে! এটাতো চলমান প্রক্রিয়া। এসব টালবাহানা করে গণতন্ত্রের যাত্রাকে বিলম্বিত করা যাবেনা। জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কারণ, জনগণ ভোট দেওয়ার জন্যে মুখিয়ে আছে।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com